Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গোপনীয় শাখা, ঝিনাইদহ
বিস্তারিত

জেলা প্রশাসক, ঝিনাইদহ -এর সরাসরি তত্ত্বাবধানে এ শাখা পরিচালিত হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনসহ জেলা আইন-শৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কিত সকল প্রতিবেদন এ শাখা হতে প্রস্তুত ও প্রেরণ করা হয়। এ শাখায় জেলা প্রশাসকের অধস্তন একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (গোপনীয়) রয়েছে। তাছাড়া তৃতীয় শ্রেণীর দুটি পদ (গোপনীয় সহকারী ও অফিস সহকারী) রয়েছে।


নাগরিক সেবা
  • জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ।
  • জেলা প্রশাসক বরাবর কোন পত্র, আবেদন, নথি ইত্যাদি প্রদান।
  • প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসকের সময়সূচি প্রদান।

চলতি প্রকল্পসমূহ

প্রযোজ্য নয়।


কার্যক্রম
  • জেলা প্রশাসকের সময়সূচি নির্ধারণ ও ব্যবস্থাপনা।
  • জেলা প্রশাসকের গোপনীয় প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ।
  • জেলা প্রশাসকের পরিদর্শন প্রতিবেদন প্রস্তুত ও প্রেরণ।
  • জেলা প্রশাসকের টেলিফোন ব্যবস্থাপনা।
  • জেলা প্রশাসকের গোপনীয় দলিলাদি ব্যবস্থাপনা ও সংরক্ষণ।

যোগাযোগ
ফোন: ০৪৫১-৬২২৮২
ছবি
www.jhenaidah.gov.bd/dcoffice_section/6d1f5630_1c50_11e7_8f57_286ed488c766/9a87b36fbae04c9d917d8d345c09bb83.jpg