Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ট্রেজারী শাখা,ঝিনাইদহ
বিস্তারিত

·জুডিশিয়াল ও নন জুডিশিয়াল ষ্ট্যাম্প আনয়ন ও বিতরণ।

·ট্রেজারী শাখার অর্থ বরাদ্দ ও খরচের হিসাব ।

·বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক স্মারক ডাকটিকিট প্রাপ্তি স্বীকার সংক্রান্ত।

·রেভিনিউ ষ্ট্যাম্প আনায়ন ও বিতরণ।

·পোষ্টেজ ষ্ট্যাম্পআনায়ন ওপোষ্ট অফিসে বিতরণ ।

·সকল ধরণের স্ট্যাম্পের রক্ষণা-বেক্ষণ ।

·মাসিক হিসাব বিবরণী প্রেরণ ।

·চালান ফরম লিখন, কোড নম্বর প্রদান ।

·ট্রেজারী থেকে স্ট্যাম্প সরবরাহ ।

·অন্যান্য বিভাগ কর্তৃক ট্রেজারীতে মুল্যবান সামগ্রীসংরক্ষণ ।

·ষ্ট্রং রুমের নিরাপত্তা বিধান।

·ট্রেজারী ভেরিফিকেশন।

·জাল স্ট্যাম্প প্রচলন রোধ ।

·প্রমোদ কর সংক্রান্ত


নাগরিক সেবা

সিটিজেন চার্টার

 

ক্রঃ

নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান।

০১

স্ট্যাম্প ও অন্যান্য মনোহারী দ্রব্যাদি বিক্রয় সরবরাহ সংক্রান্ত

ক) প্রতি রবিবার ও মঙ্গলবার চালান গ্রহণ ও পাশ করা হয় । চালান রেজিস্টারে এন্ট্রি করা হয় ।

খ) পাশকৃত চালানসমূহ ঐদিন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। বাংলাদেশ ব্যাংক উক্ত চালানসমূহ জমার হিসাব পরের দিনহিসাব রক্ষণ অফিসে প্রেরণ করেন।

গ) উল্লেখিত জমার হিসাব সহ স্ক্রল হিসাব রক্ষণ অফিস থেকে সংগ্রহ করে জমার হিসাব সম্পর্কেনিশ্চিতহবার পরইনডেন্টরেজিস্টারে এন্ট্রিকরা হয়।অতঃপর হিসাব অনুযায়ী স্ট্যাম্প ও অন্যান্যমনোহারী দ্রব্যাদিট্রেজারী ডবল লক হতে বের করতঃবিভিন্ন প্রতিষ্ঠানজনসাধারণ ও ভেন্ডারগণের বরাবরে চালান মোতাবেক বন্ঠন করা হয় ।

ঘ) ট্রেজারীতে সকল প্রকারসংরক্ষণ ও সরবরাহের ডবল লক খোলার সময় ট্রেজারী গার্ড বহিতে তারিখ ও সময় লিপিবদ্ধ করা হয় ।

চালান গ্রহণ ও পাশ

প্রতি রবিবার ও মঙ্গলবার সকাল ৯.৩০ ঘটিকা হতে দুপুর ১.০০ ঘটিকা পর্যন্ত।

বিতরণ/ সরবরাহ

প্রতি কার্য দিবসে অফিস চলাকালীন সময়ে । সময়সীমা ৩দিন।

 

যদি কোন কারণে রবিবার ও মঙ্গলবার সরকারী ছুটির কারণে অফিস বন্ধ থাকে তাহলে পরবর্তী কার্য দিবসে সম্পাদন করা হয়।

০২

স্ট্যসম্প ভেন্ডার লাইসেন্স প্রদান সংক্রান্ত

ক) আবেদনকারীর ৫/- টাকার কোর্টফিসহ ২ কপিপাসপোর্টসাইজেরসত্যায়িতছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ব্যাংক সলভেন্সীসনদপত্র সহ লেনদেনের বিবরনী অভিজ্ঞা ইত্যাদি উল্লেখপূর্বকজেলা প্রশাসক মহোদয়ের বরাবরদরখাস্ত করা হয় ।

খ) যদি কর্তৃপক্ষ বিবেচিত মনে করেন তাহলে তদন্তেরজন্য সংশ্লিষ্টউপজেলা নির্বাহী অফিসার, সাব রেজিস্টার ও পুলিশ কর্মকর্তা বরাবরেপ্রেরণকরেন।

গ) প্রতিবেদন দরখাস্তকারীর অনুকুলে হলে এবং যদিকর্তৃপক্ষ প্রাপ্ত তদন্ত প্রতিবেদনযথার্থ মনে করেন এবং অনুমোদিত হয় তাহলে আবেদনকারীকে নির্ধারিত খাতে সরকারী লাইসেন্স ফি জমা দিয়ে চালান জমা দিতে হয় ।

ঘ) চালান জমা দেয়ার পরট্রেজারী অফিসার স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্স প্রদানেরব্যবস্থা নেন।

ক) আবেদনপত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে।

খ) সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা থেকে তদন্ত প্রতিবেদন(অনুকুলে) প্রাপ্তির পর জেলা প্রশাসক মহোদয় বিবেচনা করলে ও অনুমোদন দিলে ট্রেজারীঅফিসার ২০ দিনের মধ্যে লাইসেন্সপ্রদানের পরবর্তী কার্যক্রম গ্রহণ করেন।

যদি কোন কারণে কেহ লাইসেন্স প্রাপ্তি থেকে বঞ্চিত হন তাহলেতিনি পূণরায় বিবেচনার জন্য জেলা প্রশাসক,ঝিনাইদহ মহোদয় বরাবরে আবেদন করতেপারেন।

০৩

স্ট্যসম্প ভেন্ডার লাইসেন্সনবায়ন সংক্রান্ত

ক) প্রতি বৎসর ৩১শে ডিসেম্বর এর মধ্যে নির্ধারিত খাতে সরকারী লাইসেন্স ফি জমা দিয়ে মুল লাইসেন্স সহ ৫/- টাকার কোর্টফি সম্বলিত স্ট্যাম্প ভেন্ডার লাইসেন্সনবায়নের আবেদন ( পরবর্তীবৎসরের জন্য)ভেন্ডারগণকে ট্রেজারী অফিসার, ঝিনাইদহ বরাবের দাখিল করতে হয়।

খ) লাইসেন্স নবায়নেরদরখাস্তপ্রাপ্তির পরতা যাচাই বাছাইক্রমেসঠিকপাওয়া গেলেট্রেজারী অফিসারঝিনাইদহ পরবর্তী বৎসরের জন্য লাইসেন্সনবায়ন করেন।

৭(সাত) দিনের মধ্যে লাইসেন্সনবায়ন করে ভেন্ডারগণকে ট্রেজারী অফিসার প্রদান করেন।

যদি কোন কারণেনির্দিষ্ট সময়সীমার মধ্যে লাইসেন্সনবায়নেরদরখাস্ত ট্রেজারী অফিসার,ঝিনাইদহ বরাবরে দাখিল করতে ব্যর্থ হন তাহলে, তাকে যুক্তিসংগত কারণ ব্যাখ্য করে জেলা প্রশাসক,ঝিনাইদহ মহোদয় বরাবরে ৫/- টাকার কোর্টফি সহযোগেআবেদন করতে হবে। যদি জেলা প্রশাসক মহোদয় তার দরখাস্ত অনুমোদন করেন তাহলে সরকারী ফি জমাসাপেক্ষে আবেদনকারীর লাইসেন্স ট্রেজারী অফিসার,ঝিনাইদহ নবায়ন করতে পারেন।

০৪

বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র বিতরণ সংক্রান্ত

ক) পরীক্ষা শুরু হওয়ার পূর্ব মুহুর্ত পর্যন্ত বিভিন্নপরীক্ষার প্রশ্নপত্র সমূহ গালাসীলযুক্ত ট্রাংক ট্রেজারীতে সংরক্ষণ করা হয়।

খ)সংরক্ষণকরার সাথে সাথেসংশ্লিষ্টসংগ্রহণকারীকর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরেএবং ট্রেজারী অফিসারের যৌথ স্বাক্ষরেসংশ্লিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়।

গ) স্ব স্ব প্রতিষ্ঠানের নির্ধারিত কর্মকর্তা ও সময়সূচীঅনুযায়ী ট্রেজারী অফিসারের উপস্থিতিতে প্রশ্নপত্র যাচাই বাছাইকরা হয় ও গালাসীলযুক্ত হয়।

ঘ)পরবর্তীতে স্ব স্ব প্রতিষ্ঠানে নির্ধারিত কর্মকর্তাসময়সূচীঅনুসারে ট্রেজারী অফিসারের তত্ত্বাবধানে গালাসীলযুক্ত প্রম্নপত্রেরপ্যাকেট বিতরণ করা হয় ।

ঙ) ট্রেজারীর ডবল লক খোলা ও বন্ধ করার সময়ট্রেজারীর গার্ড বইতে তারিখ ও সময় লিপিবদ্ধ করা হয় ।

 

 

০৫

পাসপোর্ট বাক্স সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত।

পাসপোর্ট অফিসার সংরক্ষণের অন্তত১দিন পূর্বেপাসপোর্টসংরক্ষণ ও সরবরাহ সম্পর্কে ট্রেজারী অফিসারকেপত্রের মাধ্যমে অবহিত করেন।

খ) নির্ধারিত তারিখে ট্রেজারী অফিসারের তত্ত্বাবধানে ও পাসপোর্ট অফিসের প্রতিনিধির উপস্থিতি ও স্বাক্ষরেপাসপোর্টসংরক্ষণ নির্ধারিতরেজিস্টারেএবংডবল লক খোলাও বন্ধকরারসময়ট্রেজারীগার্ড বইতেতারিখ ও সময়লিপিবদ্ধকরা হয়

 

ক) পাসপোর্ট প্রাপ্তির পর১ ঘন্টার মধ্যেট্রেজারীঅফিসারপাসপোর্টডবল লকেসংরক্ষণ করেন।

খ) পাসপোর্টসরবরাহেরক্ষেত্রেঅন্তত ১(এক) তিনপূর্বেঅবহিত করারপরবর্তীকার্যদিবসে১ ঘন্টারমধ্যে ট্রেজারীঅফিসারবাক্সবিতরণ করেন।

যদি কোন কারণেপাসপোর্ট অফিসআবেদনের চাহিততারিখ মোতাবেক পাসপোর্টসম্বলিতবাক্সনিতেনা পারেনতাহলে সংশ্লিষ্টঅফিসেরপুনরায়চাহিদাপত্রমোতাবেক পুনঃ নির্ধারিত তারিখ অনুসারেপাসপোর্টেও বাক্স সরবরাহ করা হয় ।

০৬

মামলায় জব্দকৃত আলামত ও মূল্যবান দ্রব্যাদি অর্থ সংরক্ষণ ও সরবরাহ সংক্রান্ত ।

ক) জেলা প্রশাসক,ঝিনাইদহ এরপূর্ব সম্মতিসাপেক্ষে মামলারজব্দকৃতও মূণ্যবানদ্রব্যাদি গালাসীলযুক্ত অবস্থায়ট্রেজারী অফিসার,ঝিনাইদহএর তত্ত্বাবধানেসম্পন্ন হয়ে থাকে।

খ) সকল প্রকারসংরক্ষণ ওসরবরাহ নির্ধারিত রেজিস্টার ও ডবল লক খোলার ও বন্ধকরার সময়ট্রেজারী গার্ড বইতে তারিখ ও সময়সূচী ট্রেজারী অফিসারের স্বাক্ষরে লিপিবদ্ধ হয় ।

ক) মালামাল নিয়েআসার১ ঘন্টার মধ্যেট্রেজারী অফিসার ডাবল লক সংরক্ষণ করেন।

খ) মালামালসরবরাহের ক্ষেত্রেঅনন্তত১ দিন পূর্বেঅবহিত করারপরবর্তী কার্য দিবসে ট্রেজারী অফিসার মালামাল সরবরাহ করেন।

যদি কোন কারণে সংশ্লিষ্ট অফিস তাদেররক্ষিত মালামালসমূহ নিতেব্যর্থ হন তাহলে সংশ্লিষ্টঅফিসেরপুনরায় চাহিদাপত্র মোতাবেক পুনঃ নির্ধারিততারিখ অনুসারেমালামাল সরবরাহকরা হয় ।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

0


যোগাযোগ
ফোন: ০৪৫১-৬২৫২১